ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার হামলা, নিহত ১২

প্রকাশিত: ২১:১০, ২৫ মে ২০২৫

ইউক্রেনজুড়ে ফের রাশিয়ার হামলা, নিহত ১২

ইউক্রেনজুড়ে আবারও রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন ইউক্রেনীয়। রবিবার ভোরে কিয়েভসহ ইউক্রেনের আরও কয়েকটি শহরে হামলা চালায় রুশ বাহিনী। কিয়েভের আঞ্চলিক কর্মকর্তারা ও জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, রাজধানীর বাইরে দুটি ছোট শহরে তিনজন নিহত হয়েছে। পশ্চিমাঞ্চলীয় খমেলনিতস্কি অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর মাইকোলাইভে এক বৃদ্ধের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কিয়েভের পশ্চিমে ঝাইটোমির অঞ্চলে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই হামলাগুলো এমন এক সময়ে ঘটল যখন এর আগের দিন শনিবার কিয়েভ শহর রুশ আক্রমণের শুরু থেকে অন্যতম ভয়াবহ হামলার শিকার হয়। ওই হামলায় অন্তত ১৩ জন নিহত হন। খবর বিবিসির। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ৪৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং ২৬৬টি মনুষ্যবিহীন বিমান ধ্বংস করেছে।

প্যানেল

×