
ছবিঃ সংগৃহীত
কীভাবে জাতিসংঘে ক্যারিয়ার শুরু করবেন – সহজ, মানবিক ও বাস্তব পথনির্দেশনা
১. জাতিসংঘ কীভাবে কাজ করে, সেটা আগে জানুন: জাতিসংঘ একটাই প্রতিষ্ঠান মনে হলেও, এর ভেতরে রয়েছে অনেক সংস্থা, যেমন UNICEF, UNDP, WHO ইত্যাদি। কোন সংস্থার কাজ আপনার আগ্রহের সঙ্গে মেলে—মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ—তা বোঝার জন্য একটু সময় নিয়ে খোঁজখবর নিন।
২. আপনার আগ্রহ আর দক্ষতার জায়গাটা বুঝুন: আপনি কি উন্নয়নমূলক কাজে আগ্রহী? নাকি স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি বা জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে চান? নিজের লক্ষ্যটা ঠিকভাবে চিন্তা করুন, তাহলেই পরের ধাপগুলো সহজ হবে।
৩. সংশ্লিষ্ট পড়াশোনা ও অভিজ্ঞতা অর্জন করুন: জাতিসংঘে কাজ করতে নির্দিষ্ট বিষয়ের ডিগ্রি না থাকলেও চলবে, কিন্তু আপনি যেটা করতে চান, সেই বিষয়টা নিয়ে কিছু কাজের অভিজ্ঞতা থাকলে সেটাই বেশি কাজে দেবে। তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট, ইন্টার্নশিপ বা স্বেচ্ছাসেবী কাজ করে অভিজ্ঞতা নিতে থাকুন।
৪. ভাষাজ্ঞান বাড়ান: ইংরেজি তো অবশ্যই দরকার। সঙ্গে জাতিসংঘের অন্য ভাষাগুলোর (ফরাসি, স্প্যানিশ, চীনা, আরবি, রুশ) একটি জানলে আপনি বাড়তি সুবিধা পাবেন। ভাষা শেখাটা শুধু কাজের না, আপনার দৃষ্টিভঙ্গিও বিস্তৃত করে।
৫. ইন্টার্নশিপ বা স্বেচ্ছাসেবক কাজ দিয়ে শুরু করুন: আপনি হয়তো সরাসরি চাকরি না পেতে পারেন, কিন্তু ইন্টার্নশিপ বা ভলান্টিয়ার কাজের মাধ্যমেই জাতিসংঘে ঢোকার দরজা খুলে যেতে পারে। পাশাপাশি, এসব অভিজ্ঞতা আপনার আত্মবিশ্বাসও বাড়াবে।
৬. নিজের একটা পেশাগত যোগাযোগ তৈরি করুন: লিংকডইনে জাতিসংঘে কর্মরত বা আগে কাজ করেছেন—এমন লোকজনের সঙ্গে যোগাযোগ করুন, তাদের অভিজ্ঞতা জানুন। অনেক সময় একেকজনের গল্প আমাদের পথ দেখায়।
৭. আবেদনের সময় নিজের গল্প বলুন: সিভি আর কাভার লেটার শুধু তথ্য দেয়ার জায়গা না—এটা আপনার গল্প বলার সুযোগ। আপনি কেন এই কাজটি করতে চান, কী কী অভিজ্ঞতা আপনাকে প্রস্তুত করেছে, সেটা পরিষ্কারভাবে তুলে ধরুন।
৮. অফিশিয়াল ওয়েবসাইট থেকেই আবেদন করুন: careers.un.org এবং অন্যান্য জাতিসংঘ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেই চাকরি, ইন্টার্নশিপ বা ফেলোশিপের আবেদন করতে হবে। বাইরের উৎসে না গিয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
৯. পরীক্ষা আর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন: অনেক সময় লিখিত পরীক্ষা, অনলাইন অ্যাসেসমেন্ট বা ইন্টারভিউ নিতে পারে। আগেই কিছুটা অনুশীলন করে রাখলে আর ভয় পাবেন না।
১০. ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন: জাতিসংঘে চাকরির প্রতিযোগিতা অনেক বেশি। একবারেই হবে না—তাতে কিছু আসে যায় না। অভিজ্ঞতা নিতে থাকুন, শিখতে থাকুন, আর বারবার চেষ্টা করুন। সঠিক সময়ে দরজা খুলবেই।
নিজের স্বপ্নে বিশ্বাস রাখুন, আর মানুষকে সাহায্য করার ইচ্ছাটাকে পাথেয় বানিয়ে এগিয়ে যান। সাফল্য একদিন ঠিক আসবে।
মারিয়া