ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৬৭ জন আটক

এম রায়হান, ঝিনাইদহ

প্রকাশিত: ২৩:৪৪, ২৫ মে ২০২৫; আপডেট: ২৩:৫৪, ২৫ মে ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৬৭ জন আটক

ছবি : জনকণ্ঠ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ৬৭ জনকে আটক করেছে বিজিবি। আজ রোববার সীমান্তের নিমতলা, মাটিলা, শ্যামকুড়, বেনিপুর ও কুসুমপুর বিওপি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন ১৭ জন পুরুষ, ২৪ জন নারী ও ২৬ জন শিশু। তারা কুড়িগ্রাম, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, খুলনা, নড়াইল ও লালমনিরহাট জেলার বাসিন্দা।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতরা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন।

তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে ৩৩ জন ভারতের গুজরাট থেকে ফেরার সময় গত শনিবার (২৪ মে) বিএসএফের কাছে আটক হন। পরে রবিবার বিএসএফ তাদেরকে সীমান্তের পিলার নম্বর ৬২/২-এস এবং ৬২/৩-এস-এর মধ্যবর্তী গেট খুলে বাংলাদেশে চলে যেতে বলে। বাংলাদেশে প্রবেশের পর তারা মহেশপুর ৫৮ বিজিবির সদস্যদের হাতে আটক হন।

পরে বিজিবি তাদের মহেশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

সানজানা

×