ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে জজশীপ ও ম্যাজিস্ট্রেসির হেল্প লাইনে যুক্ত হল নতুন মোবাইল নম্বর

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২০:৩০, ২৫ মে ২০২৫; আপডেট: ২০:৩০, ২৫ মে ২০২৫

রাজশাহীতে জজশীপ ও ম্যাজিস্ট্রেসির হেল্প লাইনে যুক্ত হল নতুন মোবাইল নম্বর

রাজশাহীতে বিচারাধীন মামলার তথ্য ও বিচারপ্রক্রিয়ায় সহজ অভিগম্যতা নিশ্চিত করতে জজশীপ ও ম্যাজিস্ট্রেসির হেল্পলাইনে যুক্ত করা হয়েছে নতুন একটি মোবাইল নম্বর। গত ২২ মে (বুধবার) থেকে নতুন নম্বরটি কার্যকর হয়েছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

নতুন হেল্পলাইন নম্বরটি হলো: *০১৩৩৫১৪৫০২৮*।

এই প্রসঙ্গে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ গোলক চন্দ্র বিশ্বাস বলেন, “নতুন নম্বর সংযুক্তির ফলে বিচারপ্রার্থী নাগরিক ও বিচার সংশ্লিষ্টরা আরও সহজে ও দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এতে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়বে।”

উল্লেখ্য, এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিচার বিভাগে জনসেবার অংশ হিসেবে রাজশাহীতে একটি হেল্পলাইন চালু করা হয়েছিল, যার নম্বর *০১৭২৭-৭৪৭২৭১*। এটি চালুর পর থেকে দেশে কিংবা বিদেশে অবস্থানরত বিচারপ্রার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে বিচার ও বিচার প্রশাসন সংক্রান্ত যেকোনো তথ্য ও সহায়তা পেয়ে আসছেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের উদ্যোগে অনুপ্রাণিত হয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

মিমিয়া

×