ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূমি মেলায় তাৎক্ষণিক সেবা পেয়ে খুশি সাধারন মানুষ

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ১৭:২২, ২৫ মে ২০২৫

ভূমি মেলায় তাৎক্ষণিক সেবা পেয়ে খুশি সাধারন মানুষ

ছবি: জনকণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমি মেলায় তাৎক্ষণিক সেবা পেয়ে খুশি সাধারন মানুষ।সেবা নিতে আসা আলীনগর ইউনিয়নের নজরুল ইসলাম ও কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সুমন হাসান বলেন,কোন ঝামেলা ছাড়াই এত দ্রুত অন লাইনে রেজিস্ট্রেশন করে খাজনা প্রদান করতে পেরে খুবই ভাল লাগছে।তাদের মতো অনেকেই তাৎক্ষণিক সেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


রবিবার (২৫ মে) বেলা ১১টায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।


উদ্বোধনের পর উপজেলা ভূমি অফিসের প্রধান ফটক থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
পরে ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবার ই-নামজারী ও কর আদায়ের মাধ্যমে তিনটি ইউনিয়ন ভূমি সেবা বুথের উদ্বোধন করা হয়।


এসময় অনলাইনে আবেদনকৃত ই-নামজারীর শুনানী ও তাৎক্ষণিক ফর্সা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন।এছাড়া কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যের মধ্যে কমলগঞ্জ মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)মো. তাজ উদ্দিন,কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু,সদস্য সচিব আহমেদুজ্জামান(আলম)সহ অন্যান্য শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন জানান,তিন দিনব্যাপি মেলায় সকাল ১০ টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম এবং বর্তমানে ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা হচ্ছে,বিভিন্ন আবেদন আপলোড করা ও ভূমি উন্নয়ন কর তাৎক্ষণিকভাবে প্রদানসহ দাখিলা প্রিন্ট করে ভূমি মালিকদের সরবরাহের ব্যবস্থা দিনব্যাপী চালু থাকবে।তিনি ভূমি মালিকগণের প্রতি ভূমি উন্নয়ন কর প্রদান ও তাৎক্ষণিক বিভিন্ন সেবা গ্রহনের আহ্বান জানান।
 

এসইউ

×