ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে প্রতিটি ঘরে: রাজশাহীতে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, রাজশাহী 

প্রকাশিত: ১৭:১৯, ২৫ মে ২০২৫

প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে প্রতিটি ঘরে: রাজশাহীতে ওরিয়েন্টেশন

ছবি: জনকণ্ঠ

রাজশাহীতে শুরু হয়েছে ‘টেকসই নগর, প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২’ বিষয়ক দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা।

রবিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভা কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক খন্দকার নাজমুল হুদা শামীম। উপস্থিত ছিলেন রাসিকের সচিব রুমানা আফরোজ, প্রকল্পের উপপরিচালক ডা. সাবরিনা হক।

প্রকল্প সম্পর্কিত সার্বিক তথ্য উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার ডা. রাহানা হোসেন ও রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এএফএম আঞ্জুমান আরা বেগম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন, সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

এছাড়াও কর্মশালায় অংশ নেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রতিনিধি, প্রকল্প ব্যবস্থাপক, শিক্ষক প্রতিনিধি, ওয়ার্ড পর্যায়ের আরবান প্রাইমারী হেলথ কেয়ার কমিটির প্রতিনিধি, স্বাস্থ্যসেবা গ্রহীতা এবং রাসিকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

রাসিক সূত্রে জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সহায়তায় রাজশাহীসহ দেশের ১১টি সিটি কর্পোরেশন ও ১৮টি পৌরসভায় এ স্বাস্থ্যসেবা কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। কর্মশালায় স্থানীয় ব্যবস্থাপনায় ভবিষ্যতে প্রকল্পের কার্যক্রম কীভাবে অব্যাহত রাখা যায়—সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শহীদ

×