
ছবি: জনকণ্ঠ
সাগরে মাছ শিকারে অবরোধ চলাকালীন সময়ে বাগেরহাটে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে।
রবিবার (২৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সামুদ্রিক মৎস্য আড়তে ও মুনিগঞ্জ এলাকায় একটি কোল্ড স্টোরেজে অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় বিক্রির জন্য রাখা ১০৩ ক্যারেট সামুদ্রিক মাছ জদ্ব করে বিভিন্ন মাদ্রাসার ও এমিতখানার এতিমদের মধ্যে বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুস্তাফিজুর রহমান জানান, বাজারে ও কোল্ড স্টোরেজে রেখে এসময়ে বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ থাকার পরেও কতিপয় অসাধু বিক্রেতা মাছ বিক্রি করছিল। গোপন এ সংবাদের ভিত্তিতে মৎস্য আড়ত ও মুনিগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে লুকিয়ে রাখা ১০৩ ক্যারেট বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এ অভিযানে সদর উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী ও পুলিশের একটি টিম অংশ নেন।
এসইউ