ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বদলগাছীতে ভূমি মেলার উদ্বোধন 

রানা হামিদ, বদলগাছী, নওগাঁ

প্রকাশিত: ১৭:৩১, ২৫ মে ২০২৫

বদলগাছীতে ভূমি মেলার উদ্বোধন 

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে এক র‍্যালী বের হয়। র‍্যালী শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। পরে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. আতিয়া খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। আরো বক্তব্য রাখেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান ও বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু।

তিন দিন ব্যাপী এ মেলায় সেবা প্রার্থীদের অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং রেজিষ্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অনলাইন ডিসিআর ও খতিয়ান সেবা'সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

সায়মা

×