
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নয়াআটি রসুলবাগের কিসমত মার্কেট সংলগ্ন এলাকার ডিএনডি লেক থেকে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুর ১২ টায় লাশটি উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এর আগে সকালে এলাকাবাসী ডিএনডি লেকের পানিতে অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহিনূর আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বিকেলে বলেন, লাশের পরিচয় সনাক্ত করতে পিবিআই সদস্যরা কাজ করছেন। এখনো লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
রিফাত