
দৈনিক জনকণ্ঠ
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় প্রেমের সম্পর্কে তানজিলা আক্তার ও নুরুল ইসলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৫ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম-দেন তানজিলা। এই নিয়ে পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
এক সাথে জন্ম নেওয়া ৪ সন্তানের মধ্যে দুই মেয়ে ও দুই ছেলে সন্তান । ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম মো: ইশরাক। অপরজনের নাম মো: আলী হাসান। তবে এখনো দুই মেয়ের নাম এখনো ঠিক করা হয়নি বলে জানান পরিবার কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি কনসালটেন্ট ডা. দেলোয়ারা পারভীন ডলি এই প্রসূতির সিজার সম্পন্ন করেন। তিনি জানান, মা এবং চার সন্তানের ঘটনাটি একটু ব্যতিক্রমই। তবে সবাই সুস্থ আছে।
চার সন্তানের বাবা নুরুল ইসলাম জনকণ্ঠকে বলেন, আমি মনে মনে ভয়ে ছিলাম যে বিয়ের ৫ বছর হয়ে গেলো আজও সন্তানের বাবা হতে পারলাম না। কিন্তু আমি সব সময় আল্লাহর উপর ভরসায় ছিলাম, এজন্যই আল্লাহ আমাদের ঘরে দুই ছেলে ও দুই কন্যা সন্তান দিয়েছেন। তিনি আরও বলেন, আমি আল্লার কাছে হাজার শুকরিয়া এবং খুবই আনন্দিত।
এ প্রসঙ্গে তানজিলার মা নুরজাহান বেগম জানান, নুরুল ইসলামের সঙ্গে ৫ বছর আগে বিয়ে হয় আমার মেয়ে তানজিলার। কিন্তু দীর্ঘ সময়েও তাদের সন্তান না হওয়ায় অনেকবার চিকিৎসকের কাছে গিয়েও কোনো ফল পায়নি। চলতি বছর অন্তঃসত্ত্বা হন মেয়ে। পরে প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে আমরা অনেক আনন্দিত ও খুশী।
হ্যাপী