ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

পেঙ্গুইন পোস্ট অফিস

এনডিটিভি

প্রকাশিত: ০০:২৪, ২৫ মে ২০২৫

পেঙ্গুইন পোস্ট অফিস

একটি পেঙ্গুইন পোস্ট অফিস

এই বিশ্বে রয়েছে একটি পেঙ্গুইন পোস্ট অফিস। এটি রয়েছে অ্যাান্টার্কটিকাতে। এখানে ১০০ দেশের প্রায় ৭০ হাজার পোস্ট কার্ড আসে। এর নাম পোর্ট লকরয়। যদি এখানে যেতে পারেন, তাহলে সেখানে দেখবেন অসাধারণ কিছু প্রাকৃতিক দৃশ্য। এই পোস্ট অফিসের চারিদিকে রয়েছে বরফের পাহাড়। সেখানে রয়েছে প্রচুর পেঙ্গুইন। 
এই পোস্ট অফিসে রয়েছে তিনটি বাড়ি। তার মধ্যে যেটি সব থেকে বড়, সেখানে রয়েছে একটি জীবন্ত মিউজিয়াম। অন্যটি রয়েছে পোস্ট অফিস। এখানে রয়েছে একটি ছোট্ট গিফটের দোকানও। অ্যান্টার্কটিকার বুকে এই পোস্ট অফিস একটি অন্যতম ভ্রমণের জায়গা। প্রতিবছর প্রচুর পর্যটক এসে এখানে হাজির হন।
এই পোস্ট অফিসের একটি ইতিহাস রয়েছে। ১৯৪৪ সালে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বাড়ি তৈরি করা হয়েছিল। সেখানে সেনাবাহিনী থাকত। ব্রিটিশদের একটি ঘাঁটি হিসেবে ছিল এই জায়গা। এরপর ১৯৬২ সালে একে একটি গবেষণাগার হিসেবে তৈরি করা হয়। - এনডিটিভি

×