ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড়তে পারে দাম

কোরবানির চামড়া পানির দরে কেনার সুযোগ থাকছে না

এম শাহজাহান

প্রকাশিত: ০১:৪২, ২৫ মে ২০২৫

কোরবানির চামড়া পানির দরে কেনার সুযোগ থাকছে না

এ বছর কোরবানির পশুর চামড়া আর পানির দামে কেনার সুযোগ থাকছে না

এ বছর কোরবানির পশুর চামড়া আর পানির দামে কেনার সুযোগ থাকছে না। চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে কাঁচা চামড়া সংরক্ষণে সারাদেশের মসজিদ-মাদ্রাসাগুলোতে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ প্রদান, অসাধু ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং কাঁচা চামড়া সরাসরি রপ্তানির সুযোগ দেওয়া হবে। ফলে কোরবানির চামড়ার কদর বাড়বে এবার। একই সঙ্গে চামড়ার দামও গতবছরের তুলনায় কিছুটা বাড়ানো হতে পারে। আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক শেষে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হবে। ওই বৈঠকে সভাপতিত্ব করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। 
কোরবানির পশুর চামড়া দাম নিয়ে অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বর্তমান সরকার। নির্ধারিত দামের বাইরে যারা চামড়া কেনাবেচা করবে কিংবা যারা জাতীয় এই সম্পদ বিনষ্টে কাজ করবে তাদের শাস্তির আওতায় আনা হবে। এ লক্ষ্যে দেশের সকল জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আগে-ভাগে নির্দেশনা দেওয়া হবে। সম্প্রতি সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরবানির পশুর চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিতে নির্দেশনা দিয়েছেন। তিনি জানান, প্রয়োজনে কাঁচা চামড়া রফতানির উদ্যোগ নেওয়া হবে।

কাঁচা চামড়া তাড়াহুড়ো বিক্রি না করে কিছুদিন যাতে সংরক্ষণ করা যায় সেজন্য লবণের সরবরাহ বাড়ানো হবে। বেসরকারি খাতের পাশাপাশি সরকারি উদ্যোগে প্রায় আরও ১ লাখ টন লবণ সারাদেশে দেওয়া হবে। এরমধ্যে বিনামূল্যে দেওয়া হবে ৩০ হাজার টন। এ ছাড়া চীনে বিপুল পরিমাণ কাঁচা চামড়ার চাহিদা রয়েছে। এ দিকটি বিবেচনায় নিয়ে চীনে কাঁচা চামড়া রপ্তানির অনুমোদন দেওয়া হতে পারে। ব্যবসায়ীরা কাঁচা চামড়ার দাম নিশ্চিত করতে ব্যর্থ হলে চীনে যাবে কোরবানির চামড়া। ইতোমধ্যে চীনের পক্ষ থেকে কাঁচা চামড়া আমদানির ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে।

বাংলাদেশের কাছ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে চীনের চামড়া ব্যবসায়ীরা এ ব্যাপারে এগিয়ে আসবে বলে জানা গেছে। তবে ট্যানারি ব্যবসায়ীরা বলছেন, কাঁচা চামড়া রপ্তানি করা হলে এ খাত কাঁচামাল সঙ্কটের মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় কাঁচা চামড়া রপ্তানির চেয়ে বরং দেশে কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, বিগত বছরগুলোতে কোরবানির পশুর চামড়া নিয়ে সবচেয়ে বেশি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় অনেকটা পানির দামেই ব্যবসায়ীরা কোরবানির কাঁচা চামড়া কিনে নিতেন। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় ধরনের কারসাজির অভিযোগ রয়েছে।

একই সঙ্গে সরকারি কর্মকর্তারাও সে সময় কাঁচা চামড়ার বিষয়ে উদাসীন ছিলেন। ফলে কোরবানির পশুর চামড়া বেচতে না পেরে অনেকে রাগে ক্ষোভে রাস্তায় ডাস্টবিনে ফেলে দিতেন জাতীয় এ সম্পদ। রপ্তানিতে এক সময় চামড়াই ছিল দেশের প্রধান খাত। পরবর্তীতে ৮০’র দশকে দেশের গার্মেন্টস শিল্প রপ্তানিতে শীর্ষে ওঠে আসে। তবে এখনও সরকারি নীতিগত সহায়তা বাড়ানো এবং ব্যবসায়ীদের মধ্যে পেশাদারিত্ব গড়ে ওঠলে চামড়া শিল্পখাতে হারানো গৌরবে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 
ন্যায্যমূল্য নিশ্চিতে যত উদ্যোগ ॥ চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে বেশকিছু উদ্যোগ নিয়েছে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আজ রবিবার এ বিষয়ে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের ব্রিফ করবেন। ইতোমধ্যে বেশ কয়েকটি মিটিং করা হয়েছে। সেখানে কাঁচা চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়। কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং কোরবানির সঙ্গে সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনার জন্য বাণিজ্য উপদেষ্টাকে আহ্বায়ক করে ১৭ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সম্প্রতি ‘কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটি’ পুনর্গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সড়ক পরিবহন ও  সেতু উপদেষ্টা, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা, ধর্মবিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (স্বরাষ্ট্র মন্ত্রণালয়), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, শিল্প সচিব, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বেসরকারি প্রতিনিধি (সরকার মনোনীত)। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন বাণিজ্য সচিব।

×