ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নোবিপ্রবিতে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

গিয়াস উদ্দিন ফরহাদ, নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

প্রকাশিত: ২০:৩০, ২৪ মে ২০২৫

নোবিপ্রবিতে সাংবাদিকতায়  বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) আয়োজনে দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলে (আইকিউএসি) আয়োজিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে বলে আশা প্রকাশ করছি। যারা ক্যাম্পাস সাংবাদিকতা করছেন তারা অন্যদের তুলনায় অনেকগুলো এডিশনাল পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে আমি মনে করি। পরবর্তী জীবনে যে পেশাতেই যান না কেন, এই যে এক কদম এগিয়ে থাকা সেটাই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজের নানা অন্যায়-অসঙ্গতি এবং বৈষম্য তুলে ধরতে হবে এবং একই সঙ্গে নিজের মেধাকে শাণিত করতে হবে। আমি আগত প্রশিক্ষক এবং যারা এর আয়োজক সবাইকে ধন্যবাদ জানাই।
 
নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক আব্বাস উদ্দিন নয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব জোবায়ের চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মাহাদী হাসান। প্রশিক্ষণে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকবৃন্দ অংশ নেয়।

পরে সাংবাদিক সমিতির আয়োজনে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ক্যাম্পাসের সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
 

আলীম

×