
ছবিঃ সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নবনির্মিত ৬টি আবাসিক হলে গ্যাস সংযোগ দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গ্যাস সংযোগ প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট আবাসিক হল পরিদর্শন ও প্রয়োজনীয় জরিপ করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের প্রকৌশলীরা ৷
জরিপ কাজে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ‘অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক এবং প্রকল্পে নিয়োজিত পুর-প্রকৌশলী অংশগ্রহণ করেন।
শনিবার (২৪ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টা এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় গ্যাস সংযোগের এই প্রক্রিয়া শুরু হয়েছে।
দ্রুততম সময়ের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন' শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ১ হাজার আসন বিশিষ্ট ৬টি নতুন হলে গ্যাস সংযোগ চালু করা সম্ভব হবে, যা শিক্ষার্থীদের সুলভে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে সহায়ক হবে।
আলীম