
কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে এমনভাবে ধ্বংস করে গেছেন যে, এখন মেরামত ছাড়া এই দেশ পরিচালনা করা সম্ভব নয়।”
শনিবার (১৮ মে) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পানাম নগর এলাকায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “২০২৩ সালে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। তখনই তিনি উপলব্ধি করেছিলেন, দেশের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে সংস্কার ছাড়া আর কোনো উপায় নেই।”
গিয়াসউদ্দিন বলেন, “আমরা সংস্কার চাই, তবে সেই সঙ্গে চাই ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। এখনকার সরকারকে আর প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব এই সরকার বিদায় নিয়ে মেরামতের কাজ শুরু করা দরকার।”
তিনি আরও বলেন, “আমরা একটি আদর্শের রাজনীতি করি। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম, সততা ও জনগণের কল্যাণে কাজ করার যে দৃষ্টান্ত রেখে গেছেন, সেটিই আমাদের প্রেরণা। সেই আদর্শকে ধারণ করেই আমরা রাজনীতি করি।”
স্মৃতিচারণ করে গিয়াসউদ্দিন বলেন, “আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। মহান মুক্তিযুদ্ধে সাদীপুর, জামপুর ও কাঁচপুর এলাকায় অবস্থান করে আমার সঙ্গী মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধ করেছি। সেই সময়কার চেতনা নিয়েই আজও রাজনীতিতে সক্রিয় আছি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। এতে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক আশরাফ প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন এবং তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমির হোসেন প্রমুখ।
নুসরাত