
ছবি: সংগৃহীত।
পাক-ভারত উত্তেজনার আবহে আন্তর্জাতিক অঙ্গনে বড় এক স্বস্তির খবর পেল পাকিস্তান। দীর্ঘদিন পর পাকিস্তানি নাগরিকদের জন্য আবারও ভিসা ইস্যু শুরু করেছে কুয়েত। দেশটির এই সিদ্ধান্তকে পাকিস্তানের জন্য কৌশলগত ও অর্থনৈতিক দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (২৪ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কুয়েতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ড. জাফর ইকবাল জানিয়েছেন, কুয়েত সরকার এখন নতুন করে কর্মসংস্থান, পারিবারিক ভ্রমণ, নির্ভরশীল, পর্যটন এবং বাণিজ্যিকসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা ইস্যু করছে।
তিনি আরও জানান, কুয়েতের স্বাস্থ্যখাতে ১,২০০ জন পাকিস্তানি নার্স নিয়োগের পরিকল্পনা রয়েছে। প্রথম দফার নার্স দলটি ইতোমধ্যে রওনা দেওয়ার কথা থাকলেও আবাসন সংক্রান্ত জটিলতার কারণে তা সাময়িকভাবে স্থগিত হয়েছে। এ সমস্যার দ্রুত সমাধানে একটি বিশেষ দল কাজ করছে এবং নার্সদের পাঠানো এখন শুধু সময়ের ব্যাপার।
নুসরাত