
অস্ট্রেলিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার ঘরবাড়ি
অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে টানা বৃষ্টিপাতের পর সৃষ্ট ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি এখন স্পষ্ট হচ্ছে। এই দুর্যোগে প্রাণহানি হয়েছে ৫ জনের, আর ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১০ হাজার ঘরবাড়ি। শনিবার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, বন্যার পর উদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মানুষ যাতে প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করতে আমরা ফেডারেল, রাজ্য ও স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। খবর ইয়াহু নিউজের।
নিউ সাউথ ওয়েলসের মধ্য-উত্তর উপকূলীয় এলাকায় যেখানে বন্যার প্রকোপ সবচেয়ে বেশি ছিল, সেখানকার শহরগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে গবাদিপশু ভেসে যায়, অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। জরুরি সেবা সংস্থাগুলোর প্রাথমিক হিসাব অনুযায়ী, অন্তত ১০ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের জরুরি সেবা কমিশনার মাইক ওয়াসিং জানিয়েছেন, শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবু শত শত মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং শুক্রবার রাতেই ৫২টি উদ্ধার অভিযান চালাতে হয়েছে।
বন্যায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে মানিং নদীর তীরে অবস্থিত তারে শহরের কাছে। পুলিশ জানায়, শহরটি থেকে ৫০ কিলোমিটার দূরে প্লাবিত একটি এলাকায় ’৮০-এর কোঠার বয়সের এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। প্রধানমন্ত্রী অ্যালবানিজ শুক্রবার তারে শহর সফরের পরিকল্পনা করলেও বন্যার কারণে তা বাতিল হয়।