
ছবি: জনকণ্ঠ
রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ত্রিমোহনী বেনিপুর ঘাটে একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। প্রতিদিন এই ঘাট দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। একটি ব্রিজের অভাবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসী দ্রুত এই ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ত্রিমোহনী বেনিপুর ঘাটটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ একটি পথ। এই পথে চলাচলকারী শিক্ষার্থীদের স্কুল-কলেজে পৌঁছাতে যেমন দেরি হয়, তেমনি ব্যবসায়ীরাও সময়মতো পণ্য পরিবহন করতে পারেন না। এতে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সবচেয়ে বড় বিষয় হলো, মুমূর্ষু রোগীদের সময় মতো হাসপাতাল বা ক্লিনিকে পৌঁছানো সম্ভব হয় না, যা অনেক সময় জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।
এলাকাবাসী আরও জানান, বর্ষাকালে এই ঘাটের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কোমর সমান পানি ভেঙে নৌকায় উঠতে হয় এবং নদী পার হতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। বন্যার সময় এই দুর্ভোগ চরমে পৌঁছায়। বছরের পর বছর ধরে এই সমস্যা চলে এলেও সমাধানের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সম্মিলিতভাবে কর্তৃপক্ষের নিকট দ্রুত এই ব্রিজের কাজ শুরু করার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, একটি ব্রিজ নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধা হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে। ত্রিমোহনী বেনিপুরের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
সাব্বির