ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

একটি মিতসুবিশি জিপের ইতিহাস হয়ে যাওয়ার গল্প

মোঃ মাসুম পারভেজ, কন্ট্রিবিউটর রিপোর্টার, গাইবান্ধা

প্রকাশিত: ০১:০৬, ২৫ মে ২০২৫

একটি মিতসুবিশি জিপের ইতিহাস হয়ে যাওয়ার গল্প

ছবি: জনকণ্ঠ

সময়কে ধরে রাখা যায় না, তবে কিছু কিছু স্মৃতি সময়কে ছুঁয়ে থাকে। সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা এক পুরোনো মিতসুবিশি জিপ ঠিক তেমনই এক ইতিহাসের নীরব সাক্ষী। এটি শুধু একটি যানবাহন নয়—বরং একটি সময়, একটি শাসনকাল, একটি মানুষের ভালোবাসা আর কর্তব্যবোধের প্রতিচ্ছবি।

১৯৮৩ সালের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় পরিবহণ পুলের পক্ষ থেকে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের জন্য বরাদ্দকৃত হয় এই জিপটি। মূল্য ছিল ৩ লাখ ৬৮ হাজার টাকা। পরদিন, ২০ ডিসেম্বর থেকে এই জিপ উপজেলা পরিষদের কাজে ব্যবহার শুরু হয়। এর প্রথম নিয়োগপ্রাপ্ত চালক ছিলেন মোঃ আব্দুস সোবাহান মিয়া, যিনি আজ অবসরপ্রাপ্ত হলেও তাঁর স্পর্শে গাড়িটির বুকে লেগে আছে বহু স্মৃতি।

তখন উপজেলা পরিষদে অন্য কোনো যানবাহন না থাকায় এই জিপটিই চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ ব্যবহারের একমাত্র মাধ্যম হয়ে ওঠে। শুধু প্রশাসনিক কাজেই নয়, জরুরি রোগী পরিবহণ, দূরদূরান্তে চিকিৎসা, সেবামূলক নানা কাজে এ গাড়ি ছিল একমাত্র ভরসা।

একটি গাড়ির আয়ু হয়তো সীমিত, কিন্তু এর অবদান সীমাহীন। যুগ বদলেছে, প্রযুক্তি এগিয়েছে—তবুও ইতিহাসের পাতায় এই জিপ একটি অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে থাকবে।

বর্তমানে গাড়িটি আর চালানোর উপযোগী নয়। তবে এটিকে কেবল ‘পুরোনো’ বলে পাশে সরিয়ে রাখা হয়নি। বরং উপজেলা প্রশাসনের উদ্যোগে একে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন্ত ইতিহাস হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
এই গৌরবময় প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আশরাফুল আলম সরকার,
চেয়ারম্যান, উপজেলা পরিষদ , সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

গাড়িটির সংরক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রেখেছেন জনাব মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা নির্বাহী অফিসার, সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

প্রদর্শনীর পাশে রাখা হয়েছে একটি মন্তব্য বই, যেখানে যে কেউ তাঁর ব্যক্তিগত স্মৃতি বা অভিজ্ঞতা লিপিবদ্ধ করতে পারেন। হয়তো কোনো যাত্রা, কোনো রোগী পরিবহণ, অথবা কোনো সরকারি কাজের মুহূর্ত—যা এই জিপটিকে জীবন্ত করে তুলবে আরও একবার।

কারণ, ইতিহাস শুধু বইয়ে লেখা শব্দ নয়, তা জীবন্ত হয়ে ওঠে স্মৃতির সঙ্গে। আর এই জিপ সেই জীবন্ত ইতিহাসের এক নির্ভরযোগ্য প্রতিনিধি।

সাব্বির

×