ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

শিশু বাবা-মায়ের কোলে গেলেই কান্না,ভাইয়ের কোলে শান্ত ঘটনার পেছনের রহস্য

প্রকাশিত: ২১:০০, ২৪ মে ২০২৫

শিশু বাবা-মায়ের কোলে গেলেই কান্না,ভাইয়ের কোলে শান্ত ঘটনার পেছনের রহস্য

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক শিশু তার মা-বাবার কোলে গেলেই কান্না শুরু করে দিচ্ছে, অথচ বড় ভাইয়ের কোলে থাকলে সে সম্পূর্ণ শান্ত। ঘটনাটি নিয়ে রসিকতা ও মজার মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট সেকশন। তবে শিশুর এমন আচরণের পেছনে রয়েছে বিজ্ঞানসম্মত এবং মনস্তাত্ত্বিক ব্যাখ্যা।

ভিডিওটি প্রথমে ফেসবুক ও পরে টিকটক এবং ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শিশুটিকে যখন বাবা বা মায়ের কোলে দেওয়া হয়, সে তৎক্ষণাৎ কান্না শুরু করে দেয়। কিন্তু বড় ভাইয়ের কোলে গেলেই তার চোখে-মুখে ফুটে ওঠে প্রশান্তি ও নিশ্চিন্ততা।

বিষয়টি নিয়ে মত দিয়েছেন শিশু বিকাশ ও মনস্তত্ত্ব বিশেষজ্ঞরা। তাদের মতে, শিশুরা সাধারণত তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল অর্থাৎ মা-বাবার কাছেই নিজেদের আবেগ বেশি প্রকাশ করে। ক্লান্ত, ক্ষুধার্ত কিংবা অস্বস্তিতে থাকলে তারা জানে মা-বাবাই তাদের সবচেয়ে ভালোভাবে বুঝবে এবং সাড়া দেবে।

ফলে নিজের অস্বস্তি বা চাপ তারা মূলত প্রকাশ করে মা-বাবার কাছেই। অন্যদিকে, আত্মীয়স্বজন বা ভাই-বোনের সঙ্গে থাকার সময় শিশুরা অনেক সময় নিজেদের সংবেদনশীলতা চেপে রাখে।

বিশেষজ্ঞরা আরও বলেন, এটি শিশুর বিশ্বাস ও সংবেদনশীলতার প্রাকৃতিক বহিঃপ্রকাশ। এতে মা-বাবার প্রতি অনুরাগ বা ভালোবাসার ঘাটতির কোনো সম্পর্ক নেই। বরং এটি সম্পর্কের গভীরতাকেই নির্দেশ করে।

ভিডিওটি ঘিরে অনেকে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। এক মা লিখেছেন, “আমার মেয়েও একদম এভাবেই করে। আমাকে দেখলেই কান্না শুরু করে, অথচ অন্যদের কোলে থাকে দিব্যি।” অনেকেই শিশুটির ভাইয়ের প্রশান্ত মুখ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

মনোবিজ্ঞানীদের পরামর্শ, এমন আচরণে দুশ্চিন্তার কিছু নেই। বরং অভিভাবকদের উচিত ধৈর্য ধরেই সন্তানের আবেগ বুঝে তার সাড়া দেওয়া।

সচেতনতা এবং ইতিবাচক অভিভাবকত্বই শিশুর মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখতে পারে, বলছেন বিশেষজ্ঞরা।

হ্যাপী

×