
আকাশের মুখ ভার, টিপটিপ বৃষ্টি নেমেই চলেছে। গ্রীষ্মের দাবদাহ শেষে প্রকৃতির শীতল পরশ বয়ে আনে যে বর্ষা, তা যেমন মনকে জুড়িয়ে দেয়, তেমনি নিয়ে আসে কিছু ঝক্কিও। বিশেষ করে কাপড়-চোপড়ের যত্ন নেওয়া হয়ে পড়ে কষ্টসাধ্য। কখনও সকালবেলা ধোয়া জামা বিকেলেও ভেজা থাকে, কখনও আবার আলমারির ভাঁজে জমে ওঠে স্যাঁতসেঁতে গন্ধ। তাতে পছন্দের পোশাকে পড়ে ছত্রাকের দাগ, ঝরেও যেতে পারে রং কিংবা গঠন।
বর্ষার এমন আবহাওয়ায় শুধু কাপড় ধুয়ে ফেলার মধ্যেই যত্ন সীমাবদ্ধ নয়। প্রয়োজন হয় একটু বাড়তি খেয়াল—যাতে পোশাক থাকে সুস্থ, সতেজ ও দীর্ঘস্থায়ী। কারণ ভেজা আবহাওয়ায় কাপড়ের মধ্যে যেমন বাসা বাঁধে দুর্গন্ধ, তেমনি চুপিসারে জায়গা করে নেয় ফাঙ্গাস কিংবা পোকামাকড়। আর একবার ক্ষতি হলে সেটা সামাল দেওয়া কঠিন।
তাই বর্ষায় পোশাকের যত্ন নিতে জানতে হবে কিছু কার্যকর উপায়। এই বিশেষ সময়ে কেমন হবে কাপড় পরিষ্কার, শুকানো ও সংরক্ষণের পদ্ধতি—তা জানা থাকলে অনায়াসেই পোশাক থাকবে নতুনের মতোই সুন্দর। বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় পোশাকের সঠিক যত্ন নিয়ে থাকুন নিশ্চিন্ত।
বর্ষার আবহাওয়ায় জামাকাপড় দীর্ঘদিন ভেজা থাকলে ভ্যাপসা গন্ধসহ ফাঙ্গাস পড়ার প্রবণতা থাকে বেশি। তাই কাপড় শুকিয়ে যাওয়ার পর অবশ্যই ইস্ত্রি করে আলমারিতে রাখা উচিত। পোশাকে পোকামাকড় এড়াতে ভাঁজের মধ্যে ন্যাপথালিন বা নিমপাতার গুঁড়া দিতে পারেন। বৃষ্টির দিনে জামাকাপড় ধোয়ার সময় সাদা ভিনেগার ব্যবহার করলে কাপড়ের দাগ ও দুর্গন্ধ দূর হয়। ফাঙ্গাস হলে লবণ ও লেবুর মিশ্রণ দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।
বিশেষ করে সিল্ক বা জর্জেট জাতীয় কৃত্রিম তন্তুজাত কাপড় বর্ষায় বেশি উপযোগী, কারণ এগুলো দ্রুত শুকিয়ে যায় এবং বৃষ্টিতে ক্ষতি কম হয়। আর কাদাযুক্ত দাগ লাগলে সেটি আগে আলাদা করে ধুয়ে নিন, তারপর পুরো কাপড় ভিজিয়ে ধোয়া ভালো।
জুতো ভিজে গেলে ভেতরে খবরের কাগজ ভরে ফ্যানের নিচে শুকিয়ে নিন, এতে দ্রুত শুকিয়ে যায়। বর্ষার এই সময়ে কাপড় ঘরে শুকাতে চাইলে ভালো করে পানি ঝরিয়ে ফ্যানের নিচে রাখুন। গ্যাস চুলায় শুকানো থেকে বিরত থাকুন, এতে কাপড়ে দুর্গন্ধ হয়।
আলমারিতে জামাকাপড় সংরক্ষণ করার আগে ন্যাপথালিন, নিমপাতা বা সিলিকা জেল ব্যবহার করুন। মাঝে মাঝে আলমারির দরজা খুলে দিয়ে ফ্যান চালালে ভেজা গন্ধ কমে যায়। রোদ উঠলে কাপড় ফ্যানের নিচ থেকে সরাসরি রোদে শুকানো উচিত, এতে কাপড় সতেজ থাকে।
সাদা বা হালকা রঙের কাপড় ভিজে গেলে দ্রুত ধুয়ে ফেলুন, অন্যথায় তিলা পড়ার সমস্যা হয়। বৃষ্টির পর কাপড়ের যত্ন নেওয়া না হলে তা দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
বর্ষার সময়ে কাপড়ের যত্নে এই ছোট ছোট নিয়মগুলো মেনে চললে আপনার পোশাক থাকবে পরিষ্কার, সুগন্ধি এবং ফাঙ্গাস মুক্ত। তাই বর্ষায় পোশাকের সঠিক যত্নকে অবহেলা করবেন না।
মিমিয়া