ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজের ছবি পোস্ট করে মামলায় জড়ালেন জেনিফার লোপেজ

প্রকাশিত: ২১:০৭, ২৩ মে ২০২৫

নিজের ছবি পোস্ট করে মামলায় জড়ালেন জেনিফার লোপেজ

ছবি: সংগৃহীত।

হলিউডের এক জমকালো পার্টিতে রেশমি পোশাক ও সাদা ওভারসাইজড ফার কোট পরে নজর কেড়েছিলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ও গায়িকা জেনিফার লোপেজ। কানে ঝলমলে হীরার দুল—সব মিলিয়ে সে রাতের গ্ল্যামারাস লুকে মুগ্ধ হয়েছিলেন তার ভক্তরাও। তবে ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করাই ডেকে এনেছে আইনি ঝামেলা।

জানা গেছে, ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করার কারণে জেনিফারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তার কাছে ১ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিযোগকারীর দাবি, জেনিফার লোপেজ অনুমতি ছাড়াই বাণিজ্যিক উদ্দেশ্যে এই ছবি ব্যবহার করেছেন, যা মূলত আত্মপ্রচারের উদ্দেশ্যেই করা হয়েছে। এতে অনুষ্ঠান সংশ্লিষ্ট ফ্যাশন ব্র্যান্ড ও গহনা প্রস্তুতকারীরা অতিরিক্ত জনপ্রিয়তা লাভ করেছেন।

এই ধরনের অভিযোগ অবশ্য লোপেজের জন্য নতুন নয়। এর আগেও, ২০১৯ ও ২০২০ সালে একই ধরনের ঘটনার জেরে আইনি জটিলতায় পড়েছিলেন তিনি। শুধু লোপেজই নন, ডুয়া লিপা, গিগি হাদিদ এবং খোলো কার্দাশিয়ানের বিরুদ্ধেও অনুমতি ছাড়া ছবি ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে।

তবে এবারের ঘটনায় জেনিফার লোপেজের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্রের দাবি, ছবির স্বত্বাধিকারী সংস্থা ‘ব্যাকগ্রিড’ ইতিমধ্যেই লোপেজের সঙ্গে যোগাযোগ করেছে একটি লাইসেন্স চুক্তির ব্যাপারে।

নুসরাত

×