ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রায় ৪ ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক

প্রকাশিত: ১৫:৩৯, ২৩ মে ২০২৫

প্রায় ৪ ঘন্টা ধরে চলে রুদ্ধদ্বার বৈঠক

ছবি:সংগৃহীত

দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও চাঞ্চল্য। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন কি না, এই প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের চায়ের টেবিলেও। সবার মনে এখন একটাই প্রশ্ন, ড. ইউনূস ক্ষমতায় থাকছেন, নাকি চাপে পড়ে বিদায় নিচ্ছেন?

 

 

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত হয় প্রায় চার ঘণ্টাব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠকের একপর্যায়ে ড. ইউনূস বলেন, "আমি সিদ্ধান্ত নিয়েছি, জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আজকেই পদত্যাগ করব। এই জঞ্জালের দায় আর নিতে চাই না।" তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ের নানা ঘটনা রাজনৈতিক প্ররোচনায় ঘটানো হয়েছে এবং সরকারের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে।

 

এ সময় প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণের খসড়া প্রস্তুত ও রেকর্ডিংয়ের প্রাথমিক আয়োজনও শুরু হয়। তবে শেষ পর্যন্ত দুইজন সিনিয়র উপদেষ্টার অনুরোধে ড. ইউনূস সিদ্ধান্ত স্থগিত করেন এবং আরও দুই দিন দেখার কথা বলেন। শনিবার উপদেষ্টা পরিষদের আরেকটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ড. ইউনূসকে পদত্যাগ না করার আহ্বান জানান। একইসঙ্গে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ড. শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এদিকে, বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত সরকারের দুই উপদেষ্টা ও এনসিপি নেতারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ডাক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। রাজনৈতিক সংকট নিরসনে ঐক্য ও সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তাঁরা।

এক উপদেষ্টা এক দৈনিক কে বলেন, "বর্তমানে দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি, তার অন্যতম প্রধান কারণ রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সরকারের নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। অন্য এক উপদেষ্টা বলেন, "রাজপথের পরিস্থিতি দেখে প্রধান উপদেষ্টার জানা প্রয়োজন, উপদেষ্টাদের করণীয় কী হতে পারে।"

বিশ্লেষকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ড. ইউনূস আদৌ পদত্যাগ করবেন কি না, কিংবা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ গতিপথ।

 

 

সূত্র:https://youtu.be/tw9V_5k_AzY?si=ywHd8h4JLtnAuxWI

আঁখি

×