ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের নিয়ে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২৩:১৬, ২৩ মে ২০২৫; আপডেট: ২৩:১৭, ২৩ মে ২০২৫

জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের নিয়ে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকা উপজেলায় জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মীদের নিয়ে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকালে দুইদিন ব্যাপী শিক্ষা শিবির সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, অসংখ্য কর্মীর মধ্য থেকে সর্বোচ্চ মানের কিছু কর্মী বাছাই করা হয়েছে। এই বাছাইকৃত কর্মীদের কোন ঋণ থাকা যাবে না, স্ত্রীর মোহরানা পরিশোধ করতে হবে এবং উচ্চমানের নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তিনি বলেন, সূরা তাওবার ২৪ নম্বর আয়াতের আলোচনার আলোকে সবকিছুর চেয়ে ইসলামী আন্দোলনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। দুইদিন ব্যাপী জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে বাছাইকরা ১৩৫জন অংশ নেন।

জলঢাকা সরকারী হাই স্কুলের হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে এই শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মোখলেছুর রহমান মাষ্টার। সঞ্চালনায় ছিলেন জামায়াতের উপজেলা সেক্রেটারী মোয়াম্মার আল হাসান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, সহকারি সেক্রেটারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল কাদিম, জেলা শুরা সদস্য ও নীলফামারী ৩ আসনের (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জলঢাকা উপজেলা জামায়াতের নায়েবে আমির কামারুজ্জামান প্রমুখ। 

 

রাজু

×