ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

চোখের জল আর ক্ষোভ নয়, গাজার জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ

প্রকাশিত: ০২:৫০, ২৪ মে ২০২৫

চোখের জল আর ক্ষোভ নয়, গাজার জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের খোলামেলা আলোচনায় ফিলিস্তিনের জাতিসংঘ দূত মাজেদ বামিয়া গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী অভিযান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

বামিয়া বলেন, “পুরো বিশ্ব গাজার জন্য স্লোগান দিচ্ছে, কাঁদছে, ব্যথিত হচ্ছে, ক্ষুব্ধ হচ্ছে। কিন্তু গাজার মানুষ, বিশেষ করে শিশুরা আমাদের এই চোখের জল বা ক্ষোভের কোনো উপকার পাচ্ছে না।”

তিনি আরও বলেন, “তারা চায় কার্যকর কাজ যা এই হত্যাকাণ্ড থামাবে, ক্ষুধার্তদের খাবার দেবে, আহতদের সেবা দেবে এবং যারা বাঁচানো সম্ভব, তাদের বাঁচাবে।”

এসময় বামিয়া গাজার মানবিক সংকটের গুরুতর অবস্থা তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহানুভূতি থেকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। নিরাপত্তা পরিষদের আলোচনা চলাকালীন এই বক্তব্য গাজার সঙ্কট মোকাবিলায় জোরালো পদক্ষেপের প্রয়োজনীয়তা আরো স্পষ্ট করেছে।

 এসএফ

×