ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

অবরোধে ক্ষুধার কষ্ট: গাজায় অপুষ্টিতে ভুগছে শিশু, সংকটে চিকিৎসকরা

প্রকাশিত: ০৬:০০, ২৪ মে ২০২৫

অবরোধে ক্ষুধার কষ্ট: গাজায় অপুষ্টিতে ভুগছে শিশু, সংকটে চিকিৎসকরা

ছবি আলজাজিরা

গাজার নাসের হাসপাতালে চিকিৎসকরা দিশেহারা হয়ে পড়েছেন অপুষ্টিতে ভোগা অসংখ্য শিশু ও নবজাতকের স্রোতে। ইসরায়েলের মাসের পর মাস ধরে চলা অবরোধের ফলে সেখানে ওষুধ, খাবার এবং শিশুখাদ্যের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।

চিকিৎসকদের মতে, অনেক শিশুই এখন জীবন রক্ষাকারী চিকিৎসার জন্য হাসপাতালে আসছে, কিন্তু সীমিত সরঞ্জাম ও সংস্থানের কারণে অনেক সময় তাদের সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ক্রমবর্ধমান এই অপুষ্টি সংকট গাজায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের রূপ নিচ্ছে, বিশেষ করে শিশুদের জন্য।

গাজা এখন অনাহার ও দুর্ভিক্ষের আশঙ্কায় স্তব্ধ। যেখানে প্রতিটি খাবারের কণা বাঁচিয়ে রাখতে হয়, সেখানে শিশুর জন্য প্রয়োজনীয় দুধ বা সুষম খাদ্য প্রায় অনুপস্থিত। শিশুদের এই নীরব আর্তনাদ বিশ্ব সম্প্রদায়ের বিবেককে নাড়া দিচ্ছে—তবু অবরোধ শিথিল হওয়ার কোনো লক্ষণ নেই।

 এসএফ

আরো পড়ুন  

×