ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

প্রকাশিত: ১০:০০, ২৪ মে ২০২৫; আপডেট: ১০:০৩, ২৪ মে ২০২৫

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিলো রাশিয়া-ইউক্রেন

ছবি : সংগৃহীত

গত সাড়ে তিন বছরের যুদ্ধের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার উভয় দেশই ৩৯০ জন করে ৭৮০ জন যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে সামরিক-বেসামরিক উভয় ধরনের বন্দি রয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ছাড়া পাওয়া এই যুদ্ধবন্দিদের উভয় দেশই ২৭০ জন করে সামরিক এবং ১২০ জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে।

সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে, সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দিদের। তুরস্কের বৈঠকে উভয় দেশের ৫০০ জন করে মোট ১ হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন। তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন ৭৮০ জন। আজ শনিবার ও আগামীকাল রোববার বাকি ২২০ জনকে ছেড়ে ও দেওয়া হবে।

গতকাল যে ৩৯০ জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে মস্কো । ৯ মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশে দেশটির সেনাবাহিনীর হাতে বন্দি হয়েছিলেন রুশ বাহিনীর সেনাসদস্য ওলেকসান্দার তারাসোভ। শুক্রবার যে ৩৯০ জন রুশ যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তারাসোভও একজন।

রয়টার্সকে তারাসোভ বলেন, “আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মুক্তি পেয়েছি।”

শুক্রবার অনুষ্ঠিত বন্দি বিনিময়ের প্রসঙ্গে, ডোনাল্ড ট্রাম্প, ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন:
"এই আলোচনার জন্য উভয় পক্ষকে অভিনন্দন। এটা কি কোনো বড় কিছুর দিকে এগিয়ে যেতে পারে???"

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী এই যুদ্ধে উভয় পক্ষের কয়েক লাখ সৈন্য হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যদিও কোনোটিই সঠিক হতাহতের সংখ্যা প্রকাশ করে না। একইসঙ্গে রুশ বাহিনীর অবরোধ ও গোলাবর্ষণে ইউক্রেনের বহু শহর ধ্বংসপ্রাপ্ত হওয়ায় হাজার হাজার বেসামরিক ইউক্রেনীয়ও প্রাণ হারিয়েছেন।

ইউক্রেন শুক্রবার আবারও জানায়, তারা অবিলম্বে একটি ৩০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রস্তুত

তবে ২০২২ সালে প্রতিবেশী ইউক্রেনে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করা রাশিয়া—যা বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ দখল করে রেখেছে—বলেছে, তারা শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হামলা থামাবে না।
এদিকে ইউক্রেনীয় প্রতিনিধি দলের এক সদস্য রাশিয়ার দেওয়া সেই শর্তগুলোকে "অগ্রহণযোগ্য" বলে উল্লেখ করেছেন।

মার্কিন নীতিতে পরিবর্তন এনে ইউক্রেনকে পূর্ণ সমর্থন থেকে সরে গিয়ে রাশিয়ার বক্তব্যকে আংশিকভাবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছিলেন, রাশিয়া শান্তি প্রক্রিয়ায় বাধা দিলে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন। তবে সোমবার পুতিনের সঙ্গে কথা বলার পর, আপাতত কোনো ব্যবস্থা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ হাসপাতালে সাংবাদিকদের বলেন, "এই বন্দি বিনিময় প্রথম ধাপ মাত্র। আমরা এখনো যুদ্ধবিরতির আশায় আছি। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই যুদ্ধবিরতি অর্জনে সহায়তা করবে।"

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার জানান, বন্দি বিনিময় সম্পন্ন হলে মস্কো দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির জন্য তাদের শর্তসমূহ একটি খসড়া নথির মাধ্যমে কিয়েভকে হস্তান্তর করবে

সূত্র -  Russia, Ukraine each free first 390 prisoners in start of war's biggest swap

সা/ই

×