ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

নাহিদ ইসলাম

দুই ছাত্র উপদেষ্টার সাথে জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই

প্রকাশিত: ১৩:০৮, ২৪ মে ২০২৫

দুই ছাত্র উপদেষ্টার সাথে  জাতীয় নাগরিক পার্টির কোন সম্পর্ক নেই

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে থাকা দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোনো সংযুক্তি নেই। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবেই তারা সেই সময় সরকারের অংশ হয়েছিলেন, দলের প্রতিনিধিত্বকারী হিসেবে নয়। তিনি বলেন, “আমিও সেই সময় তাদের একজন ছিলাম। তারা যদি ভবিষ্যতে রাজনীতি বা নির্বাচন করতে চান, তাহলে সরকারের বাইরে থেকেই তা করতে হবে।”

তিনি অভিযোগ করেন, এই দুই ছাত্র উপদেষ্টাকে এনসিপির সঙ্গে যুক্ত করার মাধ্যমে একটি পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে, যার উদ্দেশ্য তাদের হেয় করা। “এটি অত্যন্ত উদ্দেশ্যমূলক এবং অনাকাঙ্ক্ষিত,” বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “ছাত্র উপদেষ্টারা শহীদ পরিবার, আহতদের পুনর্বাসন, ন্যায়বিচার ও সংস্কারের লক্ষ্যে সরকারে যোগ দিয়েছিলেন। এটাই ছিল গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সরকারে গিয়েছিলেন, কোনো দলীয় উদ্দেশ্যে নয়।”

তিনি বলেন, “ছাত্র উপদেষ্টারা কখন সরকার থেকে বের হবেন, সেটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতা ও দাবি বাস্তবায়নে তারা এবং সরকারের সকল উপদেষ্টা একসাথে কাজ করবেন।”

শেষে তিনি দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=ZWWLRDwO-wA

এএইচএ

×