
ছবি: সংগৃহীত।
যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শনিবার (২৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
তিনি জানান, মোয়াজ্জেম হোসেন উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, তদবির ও টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদক তার বিরুদ্ধে তদন্ত করছে।
গত বৃহস্পতিবার (২২ মে) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই অভিযোগের গভীরতা যাচাই ও তদন্ত সুরক্ষার স্বার্থে তার বিদেশ যাত্রা নিষিদ্ধ এবং এনআইডি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নুসরাত