ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

আবু রাইহান, ত্রিশাল (ময়মনসিংহ)

প্রকাশিত: ২০:০৫, ২৪ মে ২০২৫

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

ছ‌বি: জনকণ্ঠ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য ত্রিশালের দরিরামপুরে নজরুল জন্মজয়ন্তী ও মেলার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতির কর্মযজ্ঞ চলছে নজরুল একাডেমির মাঠজুড়ে। “চব্বিশের গণ-অত্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার” এই প্রতিপাদ্য নিয়ে মহান কবির জন্মবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে সরকারি নজরুল একাডেমি মাঠে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী ও মেলা অনুষ্ঠিত হবে।

নজরুল মঞ্চ ও মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, নজরুল মঞ্চের সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতির কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেশন, লাইট ও সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ বিভাগের শ্রমিকরা। স্থানীয় সরকারি নজরুল একাডেমি মাঠে দেশের বিভিন্ন এলাকা থেকে দোকানিরা এসেছেন। মেলায় বেচাকেনা ভালো হওয়ায় দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য সামগ্রী নিয়ে এসেছেন।

মেলায় স্টল তৈরি ও পসরা সাজানো নিয়ে ব্যস্ত দেখা গেছে আগত ব্যবসায়ীদের। অনেকেই আগে ভাগেই পসরা সাজিয়ে বেচাকেনা শুরু করেছেন। নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালির দা-বটি, বেলনা ও হাঁড়ি-পাতিল, আসবাবপত্র, পোড়া মাটি ও চীনা মাটির তৈজসপত্র, অলংকার, কাঠ, বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র, প্রসাধনী, ঘর সাজানোর দ্রব্যাদি থেকে শুরু করে নানা ধরনের পণ্য এনেছেন ব্যবসায়ীরা।

আচার, চটপটি ও জিলাপি থেকে শুরু করে নানা রকম মুখরোচক খাবারের স্টলেরও কমতি নেই নজরুল মেলায়। ক্রয়-বিক্রয়ের পাশাপাশি বিনোদনের জন্য থাকছে নাগরদোলা, পুতুলনাচ, সার্কাস, যাদুর আয়োজন। মেলায় অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বইয়ের স্টলও।

এছাড়াও নজরুল মঞ্চে তিন দিনব্যাপী আলোচনা সভা, নাটক, গান, কবিতা ও নৃত্যের ঝংকারে নজরুল সংগীত শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে এই আয়োজন।

মেলার প্রস্তুতি দেখতে আসা নজরুল ভক্ত স্থানীয় স্কুলপড়ুয়া শিক্ষার্থী সুমাইয়া, হাফসা, মালা, সুবর্ণা, লিয়া, তন্নী, মারিয়া ও ইসমত আরা বলেন, কবি নজরুল আমাদের গর্ব। ত্রিশালে কবি নজরুলের নামে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন রয়েছে। প্রতিবছর ১১ জ্যৈষ্ঠ ত্রিশালে নজরুল জয়ন্তী হয়, যা আমাদের প্রাণের উৎসব। এ মেলায় পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও দর্শনার্থীরা আসেন। তাই আমরা মেলার প্রস্তুতি দেখতে এখানে এসেছি।

কসমেটিকস পণ্যের দোকানি, মানিকগঞ্জ থেকে আসা মোতালেব হোসেন বলেন, অনেক বছর ধরে এই মেলায় কসমেটিকস পণ্য বেচাকেনা করি। প্রতিবছরই বেচাকেনা ভালো হয়। এবারও আশানুরূপ বেচাকেনা হবে বলে প্রত্যাশা করছি। আগে পাঁচ দিনব্যাপী মেলা হতো, এখন তিন দিনব্যাপী হওয়ায় ব্যবসায়ীরা খুব একটা লাভবান হতে পারবেন না।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী জানান, মেলার নিরাপত্তার জন্য পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে ট্রাফিক পুলিশ। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

এম.কে.

×