ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বগুড়ায় তারুণ্যের সমাবেশে নজরুল ইসলাম খান

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নিকট ক্ষমতা ফিরিয়ে দিন

স্টাফ রিপোর্টার, বগুড়া, অফিস

প্রকাশিত: ০০:৫৫, ২৫ মে ২০২৫

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের নিকট ক্ষমতা ফিরিয়ে দিন

বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে শনিবার রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের নিকট ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী নয়, জনগণ নির্বাচিত সরকার চায়। তিনি বলেন, সংস্কার প্রয়োজন তবে সব সংস্কার করে দেওয়ার জন্য এই সরকার নয়। 
কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন নয় সে প্রশ্ন রেখে তিনি বলেন কোন কোন দলকে সংগঠিত ও কোন দলের অন্যের সঙ্গে ঐক্যের জন্য সময় দরকার, আর এই কারণে জনগণ সময় দিতে রাজি নয়। তিনি শনিবার বিকেলে বগুড়ায় সেন্ট্রাল হাই স্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তারুণ্যের সমাবেশের দুই বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা অংশ নেন। এতে বগুড়া শহরের প্রধান কেন্দ্রস্থল এলাকা তারুণের জোয়ারে পরিপূর্ণ হয়ে সমাবেশ স্থল ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। 
রুহুল কবির রিজভী ॥ সমাবেশে বিশেষ অতিথি বক্তব্যে বিএনপি’র যুগ্ম মহানচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নির্বাচনের কথা বললেই উপদেষ্টারা ক্ষুব্ধ হন। নির্বাচন চাওয়া যেন অপরাধ। তিনি উপদেষ্টাদের ইঙ্গিত করে বলেন আপনার বৈশাখ জ্যেষ্ঠ মাসে গণতন্ত্রের জন্য হাসিনার বিরুদ্ধে মিছিল করেছেন। এখন মনে হচ্ছে নির্বাচন চাওয়া মহাপাপ। নির্বাচন চাওয়া, দেশের ভিতর দিয়ে করিডর দেওয়া, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে যেন কথা বলা যাবে না। প্রশ্ন করলে তারা রাগান্বিত হন।
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্ন, বিশেষ বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

×