ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার

প্রকাশিত: ১৯:৪৯, ২৪ মে ২০২৫; আপডেট: ১৯:৫০, ২৪ মে ২০২৫

৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার

ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়; বরং এতে দিল্লির জয়লাভ হবে।

শনিবার (২৪ মে) দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গণঅভ্যুত্থানকে একটি ম্যান্ডেট উল্লেখ করে ফুয়াদ বলেন, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল এই সরকারকে অনুমোদন দিয়েছে, সম্মতি দিয়েছে দেশ শাসন করার জন্য।

তিনি বলেন, দিল্লির গোলামী থেকে তো আমরা মুক্ত হয়েছি ১৪০০ জীবনের বিনিময়ে। অতএব আবার ইন্ডিয়ান ন্যারেটিভকে ফিরিয়ে আনার চেষ্টা করাটা হচ্ছে মীরজাফরের মতো বাংলাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত।

ফুয়াদ আরও বলেন, ১/১১ এর সময় আমরা দেখেছি, ফখরুদ্দিন-মইনুদ্দিন কিভাবে প্রণব মুখার্জির দরগায় গিয়ে বাংলাদেশ রাষ্ট্রটাকে লিখে দিয়ে এসেছিল। তাই আমরা সব বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানাই।

এসইউ

×