
আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।
গেল ১০ মে রাতে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত সাড়ে আটটা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
এবার আওয়ামী লীগকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারো পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।
আজ শনিবার রাতে দেওয়া পোস্টে ইলিয়াস জানান,“কাঁ’দো আওয়ামিলীগ আবারও কাঁ’দো”।
উল্লেখ্য, ইলিয়াস এই পোস্ট দেওয়ার কারণ উল্লেখ না করলেও নেটিজেনরা মনে করছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দিনটি ছিল শনিবার। আর ইলিয়াসের পোস্ট করা দিনটিও শনিবার। তিনি হয়ত আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি মনে করিয়ে দিচ্ছেন।
ফুয়াদ