ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর পরিস্কার করা হলো প্রশাসনিক ভবনের শৌচাগার।

হীরা আহমেদ জাকির, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০০:১৬, ২৫ মে ২০২৫; আপডেট: ০১:০৩, ২৫ মে ২০২৫

দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর পরিস্কার করা হলো প্রশাসনিক ভবনের শৌচাগার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে সেগুলোতে শ্যাওলা জমে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছিল। অধিকাংশ শৌচাগারে সাবান ও টিস্যুর ব্যবস্থা ছিলো না। এমনকি টিস্যু ফেলার পর্যাপ্ত ঝুড়িও রাখা হয়নি।

শৌচাগারগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। যার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে অধিকাংশ শৌচাগার।

প্রতিটি দপ্তরে কর্মকর্তা কর্মচারীদের অফিস কক্ষের বাথরুম বেসিন গুলো পরিস্কার শুধু মাত্র সেবা নিতে আসা সাধারণ মানুষ ব্যবহারের অনুপযোগী বাথরুম বেসিন।

"বিজয়নগর প্রশাসনিক ভবনে অপরিচ্ছন্ন শৌচাগার" শিরোনামে সংবাদ প্রকাশের পর পরিস্কার করা হলো সকল শৌচাগার এবং বেসিন,শৌচাগারে টিস্যু এবং টিস্যু ফেলার জন্য নির্দিষ্ট ঝুড়ি রাখা হয়েছে।শৌচাগারের দরজায় ভাঙ্গা ছিটকিনি,পানির টেপগুলো মেরামত করা হয়েছে।

সায়মা

×