ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

আমেরিকা চট্টগ্রাম বন্দরে ঢুকতে চাইলে ঠেকাতে পারবেন না: ফুয়াদ

প্রকাশিত: ২০:১৫, ২৪ মে ২০২৫; আপডেট: ২০:২০, ২৪ মে ২০২৫

আমেরিকা চট্টগ্রাম বন্দরে ঢুকতে চাইলে ঠেকাতে পারবেন না: ফুয়াদ

ছবিঃ সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “কথায় কথায় সবকিছুর মধ্যে ষড়যন্ত্র খোঁজা—এই মানসিকতা যে দেশটাকে শেষ করে দিচ্ছে, সেটা বোঝা দরকার। আমেরিকা এত শক্তিশালী দেশ, সে যদি চিটাগং বন্দরে ঢুকতে চায়, তাহলে আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ বন্দর বাংলাদেশীদের হাতেই রেখেই আমেরিকা এখানে খেলতে পারবে। কারণ দালাল এই দেশে অভাব নাই ভাই। সবুজ পাসপোর্টধারীরাই তো দেশ বিক্রি করছে, দেশের টাকা লুটপাট করছে—বাংলাদেশীরাই তো বিক্রি করছে। চিটাগং বন্দর নিয়ে আমরা বলেছি, এই বন্দরের আধুনিকায়নের জন্য জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সবকিছু মাথায় রেখেই যেটা প্রয়োজন, সেটা আমাদের করতেই হবে। কারণ, পেছনে ফেরার সুযোগ নেই। আপনি স্মার্টফোনের যুগে বসে ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করতে পারবেন না, এ নিয়ে আর কোনো আলোচনা চলে না। যেটা করতে হবে আমাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করতে হবে। ডেভেলপ করে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার মেরিটাইম সিকিউরিটি রক্ষা করতে হবে।”

ব্যারিস্টার ফুয়াদ বলেন, “পৃথিবীর বন্দরগুলো আজ যেখানে পৌঁছেছে, সেখানে চিটাগং বন্দরকে এখনো নদী বন্দরের স্টাইলে চালানো কোনোভাবেই বাস্তবসম্মত না। এটা প্র্যাকটিক্যাল না। আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশের আধুনিক বন্দর দেখে এসেছি, তারা জানি—বিশ্ব এখন কোথায় আছে। সুতরাং, যারা পৃথিবীর সবচেয়ে আধুনিক বন্দরগুলো পরিচালনা করে, তাদের সঙ্গে আলোচনায় বসে নতুন প্রযুক্তি আনতে হবে, দক্ষ জনবল তৈরি করতে হবে এবং এই বন্দরকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে হবে। পাঁচ-সাত বছরের মধ্যে এই বন্দরই বাংলাদেশের চেহারা পাল্টে দেবে।”

সূত্রঃ https://youtu.be/GtfbmoM-jg0?si=P6PD0l8R7FxS2x2k

ইমরান

×