
ছবি: সংগৃহীত
শনিবার (২৪ মে) সকালে রাজধানী ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশন অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নায়েবে আমীরবৃন্দ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যগণ উপস্থিত ছিলেন। অধিবেশনটি সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে।
সমাপনী বক্তব্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, দেশ খুবই সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামী গত ২২ মে বিকালে দেশের এই সংকট উত্তরণের উপায় খুঁজে বের করার জন্য তাৎক্ষণিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক করে বিস্তারিত আলোচনা করেছে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে।
তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী দেশের সকল দল অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেছে। জামায়াতে ইসলামী সমমনা দলগুলোর সাথে এব্যাপারে পরামর্শ ও মতবিনিময় করেছে। আমি দেশের স্থিতিশীলতা রক্ষায় দল-মত-নির্বিশেষে দেশের সর্বস্তরের জনতাকে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি মহান রবের নিকট দোয়া করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, জনগণের আস্থা ফেরাতে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় অতি দ্রুত সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে বিচারকার্য দৃশ্যমান করা প্রয়োজন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হলে জাতি আবারো গভীর সংকটে পড়বে। তাই নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। দেশের সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে দেশ সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো রুটি-রোজগারে জড়িয়ে না পড়ি যাতে আমরা ক্ষতিগ্রস্ত হই। সংগঠনের কাজে সময় দেওয়ার পাশাপাশি পরিবারের প্রতি বিশেষ নজর দিতে হবে। সন্তানদেরকে চক্ষুশীতলকারী হিসেবে গড়ে তুলতে হবে। লেনদেনে সচ্ছতা থাকতে হবে। আমাদের মূল শক্তি হলো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল। আল্লাহর ভয় ও জবাবদিহিতা নিয়ে আমাদের প্রতিটা কাজ আঞ্জাম দিতে হবে।
আজকের এই অধিবেশনে এবং আমাদের পরিকল্পনায় কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে আল্লাহ তাআলা শুধরে দিন এবং তাঁর রহমত ও করুণা দিয়ে আমাদেরকে ঢেকে রাখুন।
আসিফ