ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রবাসীদের জন্য যে সুখবর দিলো সরকার

প্রকাশিত: ২০:২০, ২৪ মে ২০২৫

প্রবাসীদের জন্য যে সুখবর দিলো সরকার

ছবিঃ সংগৃহীত

সরকার কৃষি খাস জমি বন্দোবস্তের জন্য নতুন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। কৃষিকাজে আগ্রহী ভূমিহীন, প্রবাসী এবং অগ্রাধিকারপ্রাপ্ত নাগরিকদের জন্য এটি এক বড় সুযোগ। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় এই প্রক্রিয়াটি বর্তমানে দেশব্যাপী চালু রয়েছে।

কারা পাবেন এই সুবিধা?
এই বন্দোবস্তের জন্য অগ্রাধিকার পাবেন:

  • প্রবাসী বাংলাদেশিরা (বিশেষ ক্যাটাগরি)
  • সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীরা
  • যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার
  • বিধবা নারী যাদের সক্ষম পুত্র আছে
  • যাদের জমির পরিমাণ ৫০ শতাংশের কম
  • নদীভাঙনে ক্ষতিগ্রস্তরা
  • যাদের নিজস্ব ভিটেমাটি নেই

কি ধরণের জমি?

এই জমিগুলো শুধুমাত্র কৃষিকাজের জন্য বরাদ্দ হবে। ধান, গম, ভুট্টা, কালাই, সরিষা চাষ করা যাবে। তবে এখানে ব্যবসা, মার্কেট, দোকানপাট বা বাসা বানানোর অনুমতি নেই। এরূপ ব্যবহার করলে বরাদ্দ বাতিল হবে।

আবেদন করতে যা লাগবে:

  • সরকার নির্ধারিত ফর্ম পূরণ করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।
  • পাসপোর্ট সাইজ ছবি (২ কপি), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সত্যায়নসহ জমা দিতে হবে।
  • নাগরিকত্ব সার্টিফিকেট (চেয়ারম্যান বা পৌরসভার মেয়রের কাছ থেকে)
  • যৌথ আবেদন বা একক আবেদন — দুটোই গ্রহণযোগ্য।

কতটুকু জমি পাওয়া যাবে?
প্রতি পরিবারকে সর্বোচ্চ ১ একর (প্রায় ৩ বিঘা) পর্যন্ত জমি বরাদ্দ দেওয়া হবে।

প্রক্রিয়া কেমন?

  • আবেদনপত্র জমা দেওয়ার পর, ইউনিয়ন পরিষদ ও উপজেলা কমিটির সুপারিশক্রমে তা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে যাবে।
  • জেলা কমিটি যাচাই-বাছাই করে চূড়ান্ত সুপারিশ করবে।
  • অনুমোদনের ১৫ দিনের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) এক টাকার সেলামির বিনিময়ে দলিল প্রস্তুত করবেন।
  • এরপর খতিয়ান ও হোল্ডিং নম্বর আপনার নামে রেজিস্ট্রি করা হবে এবং জমির দখল বুঝিয়ে দেওয়া হবে।

খেয়াল রাখবেন:
এই জমি বিক্রি বা হস্তান্তর করা যাবে না। শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে ভোগ দখলের সুযোগ থাকবে।

সরকারি এই উদ্যোগ ভূমিহীনদের জন্য একটি বড় সুযোগ এবং দেশের কৃষি খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

মারিয়া

×