
ছবি: সংগৃহীত
দক্ষিণ মেলবোর্নে এক নারী পুলিশকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করলে এক সিনিয়র কনস্টেবল তাকে লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান এবং তার সাথে থাকা পুরুষ যাত্রী আহত হন।
শনিবার বিকেল ৫টার দিকে সিসিল স্ট্রিটে একটি ম্যাচেট (বড় ছুরি) হাতে এক ব্যক্তিকে দেখা গেছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চার্চ ও পার্ক স্ট্রিটের সংযোগস্থলের কাছে তারা ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তাকে গ্রেপ্তারের সময় হঠাৎ একটি সাদা রঙের ফোর্ড টেরিটরি গাড়ি দ্রুত গতিতে এসে এক সিনিয়র কনস্টেবলের পায়ে আঘাত করে।
জবাবে ওই পুলিশ সদস্য চার রাউন্ড গুলি ছোড়েন গাড়ির দিকে। ৩৪ বছর বয়সী নারী চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। তার ২৬ বছর বয়সী পুরুষ সঙ্গী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন, তবে তার আঘাত জীবন-ঝুঁকিপূর্ণ নয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিকেও হাসপাতালে নেওয়া হয়েছে পর্যবেক্ষণের জন্য, তবে পুলিশ জানিয়েছে তাকে গুলি করা হয়নি। সদ্য ভারপ্রাপ্ত সাউদার্ন মেট্রো অঞ্চলের সহকারী কমিশনার থেরেস ফিটজজেরাল্ড জানান, নিহত নারী যে গাড়ি চালাচ্ছিলেন, সেটিতে দক্ষিণ অস্ট্রেলিয়ার চুরি হওয়া নম্বরপ্লেট লাগানো ছিল।
তিনি বলেন, “পুলিশ সদস্যের দিকে গাড়ি চালিয়ে আনা হয়। ফলে বাধ্য হয়ে তিনি তার আগ্নেয়াস্ত্র থেকে চারবার গুলি চালান। এতে একজন ৩৪ বছর বয়সী নারী মারা গেছেন।” আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আঘাত গুরুতর হলেও জীবন-হানির শঙ্কা নেই।
সহকারী কমিশনার আরও বলেন, “এই ধরণের ঘটনা পুলিশ সদস্যদের জন্য অত্যন্ত বিপজ্জনক ও মানসিকভাবে ভয়াবহ। এটি আমাদের জন্য একটি দুঃখজনক দিন।”
তিনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং কমিউনিটির জন্য বর্তমানে কোনো নিরাপত্তা হুমকি নেই। ঘটনার তদন্ত করছে হোমিসাইড স্কোয়াড এবং তাতে তদারকি করছে প্রফেশনাল স্ট্যান্ডার্ডস কমান্ড, যা পুলিশ গুলিতে মৃত্যুর ঘটনায় নিয়মিত অনুসন্ধানের অংশ। ঘটনাস্থলের আশেপাশে এলাকা কর্ডন করে দেয় পুলিশ এবং পথচারীদের সরিয়ে দেয়।
নাইন নিউজ মেলবোর্নকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গুলি চলার শব্দের মতো কিছু শুনেছিলেন। “কয়েকটি বিস্ফোরণের মতো শব্দ হয়েছিল, আমার স্ত্রী ধারণা করেছিল সেটা গুলির শব্দ হতে পারে,” বলেন এক বাসিন্দা অ্যালান।
শহীদ