ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ

প্রকাশিত: ০০:০০, ২৫ মে ২০২৫

বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৪টি পৃথক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ৫৬ লাখ ১ হাজার টাকা মূল্যের চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় হিমায়িত গরুর মাংস, গাঁজা, চা-পাতা এবং বাংলাদেশী রাবার।

শনিবার (২৪ মে) দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান। 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি’র একটি বিশেষ টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযানে গিয়ে আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে টহলদল সিলেট থেকে ছেড়ে আসা সন্দেহজনক চলমান একটি ট্রাক থামানোর সংকেত দিলে চালক বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে টহলদল থেকে ২০০ গজ দূরে চালক ট্রাক রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত পলায়ন করে। পরে বিজিবি’র সদস্যরা ট্রাকটি তল্লাশি করে ভারতীয় হিমায়িত গরুর মাংসসহ ট্রাকটিকে আটক করে।

এছাড়া চুনারুঘাট উপজেলাধীন চিমটিবিল ও সাতছড়ি বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন কাকমারাছাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত একাধিক আকস্মিক অভিযানে ভারতীয় গাঁজা, চা-পাতা এবং বাংলাদেশী রাবার আটক করে জব্দ করা হয়। চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি’র চৌকস সদস্যরা এ সকল আকস্মিক অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, “বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। দেশের যুব সমাজকে মাদক ও চোরাচালানের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য বিজিবি সদা প্রস্তুত। সরাইল রিজিয়নের অধীনে শ্রীমঙ্গল সেক্টরের দিক নির্দেশনায় হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিতভাবে সাহসিকতার সঙ্গে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করে না বরং মাদক পাচার, মাদক সেবন এবং চোরাচালান প্রতিরোধে জনগণের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান বা অবৈধ কর্মকান্ডের তথ্য থাকলে দ্রুত তা বিজিবিকে জানাতে অনুরোধ করছি।”

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ। এই ধরনের অভিযান সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বিক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উল্লেখ্য যে, চলতি মে মাসে ২৪ তারিখ পর্যন্ত হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) প্রায় ৫ কোটি ২২ লক্ষাধিক টাকা মূল্যের মাদক ও বিভিন্ন ভারতীয় অবৈধ মালামাল যানবাহনসহ আটক করেছে।

 

রাজু

×