
বেলাবতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কৌশলের আওতায় ভিডাব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির বরাদ্দকৃত সরকারি ২০০ বস্তা চাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জব্দ করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার বাজনাব ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ১১৮ বস্তা সরকারি চাল জব্দ করেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
জানা যায়, ভিডাব্লিউবি কার্ডধারী উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে প্রতি মাসে ৩০ কেজি করে চাল খাদ্য সহায়তা হিসেবে পান। আজকে বাজনাব ইউনিয়নের উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। পরে হঠাৎ করে সংবাদ পাওয়া যায় উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে যাবার পথে বিক্রি করে দিচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে বাজনাব ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমেরিকা প্রবাসী কাইয়ূম মিয়ার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ১১৮ বস্তা চাল জব্দ করা হয়।
তবে পরিত্যক্ত এই বাড়িতে কি করে ১১৮ বস্তা সরকারি চাল এলো এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেন নি এলাকাবাসী। তাদের দাবী কাইয়ূম মিয়া পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবত আমেরিকাতে বসবাস করায় এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এছাড়াও পাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮২ বস্তা চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম বলেন,
সরকারি বরাদ্দের অনেক গুলো চাল বাজনাব এলাকায় একটি বাড়িতে রয়েছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১১৮ বস্তা চাল জব্দ করেছি। পরবর্তীতে পাটুলী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আরও ৮২ বস্তা চাল জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে উপকারভোগীরা ইউনিয়ন পরিষদ থেকে চাল নিয়ে বিক্রি করে দিয়েছে। সরকারি বরাদ্দের চাল ক্রয় বিক্রয় দণ্ডনীয়। চাল গুলো উপজেলা পরিষদে রয়েছে সেখান থেকে গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
সায়মা