ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সড়কে খড় শুকানোর খানাখন্দকের ধাক্কায় উল্টে গেল শিক্ষার্থীদের বাস

তাহমিন হক ববী, স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২৩:৫৪, ২৪ মে ২০২৫

সড়কে খড় শুকানোর খানাখন্দকের ধাক্কায় উল্টে গেল শিক্ষার্থীদের বাস

ছবি: সংগৃহীত

নীলফামারীর কচুকাটা বড়বাড়ি দুহুলি এলাকায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থী বহনকারী একটি বাস উল্টে যায়। শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী-জলঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি রিজার্ভ বিআরটিসি বাসে তিস্তা ব্যারাজ এলাকা থেকে ঘুরে ফিরে যাচ্ছিলেন। ফেরার পথে সড়কে খড় শুকানোর কারণে এবং রাস্তার খানাখন্দের ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়রা এগিয়ে এসে বাসের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্ধার করেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে থাকা খড় ও খানাখন্দের কারণে চালক সঠিকভাবে পরিস্থিতি বুঝতে না পারায় বাসটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলটি একটি পুরাতন ইটভাটার পাশে হওয়ায় স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে ঘটনাটি।

ঘটনার পর নীলফামারী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে পাঠানোর ব্যবস্থা করে। সদর থানার ওসি এম.আর. সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আসিফ

×