ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

অভিজিৎ রায়,  নিজস্ব সংবাদদাতা ফরিদপুর 

প্রকাশিত: ২৩:৫৯, ২৪ মে ২০২৫

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাই নিহত

ফরিদপুরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে কাইয়ুম হাওলাদার (২০) নামে ছোট ভাই নিহত হয়েছেন।

শনিবার (২৪ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
এর আগে বৃহস্পতিবার (২২ মে) রাতে ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন তিনি। নিহত কাইয়ুম হাওলাদার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের  ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছোট ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে চা-সিগারেটের দোকান করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি কাইয়ুম বিদেশ যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। এজন্য তাকে পরিবারের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেন তার মা-বাবা। এনিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সাথে পরিবারে বিরোধ বাঁধে। বৃহস্পতিবার রাতে দুই ভাইয়ের বাকবিতন্ডার একপর্যায়ে বড় ভাই রহিম ছোট ভাই কাইয়ুমের পেটে ধারালো কাস্তে (কাচি) দিয়ে আঘাত করে  জখম করে।

গুরুতর আহতাবস্থায় কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসাদউজ্জামান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সায়মা

×