ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ জন মৎস্য চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২৩:৪৬, ২৪ মে ২০২৫

বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০ জন মৎস্য চাষীদের মধ্যে মৎস্য খাদ্য বিতরণ

২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় হাটহাজারী উপজেলায় গত আগস্ট মাসে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০ জন মৎস্য চাষির মাঝে বিনামূল্যে ৩,৫০০ কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান উক্ত বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মৎস্য সম্প্রসারণ অফিসার, মৎস্য চাষি ও সুফলভোগীগণ উপস্থিত ছিলেন। হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

 

রাজু

×