ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

সিন্দুক উদ্ধার, স্বর্ণ-রূপার হদিস নেই

সাগর হোসেন, কুষ্টিয়া

প্রকাশিত: ২৩:৫৪, ২৪ মে ২০২৫; আপডেট: ০০:০০, ২৫ মে ২০২৫

সিন্দুক উদ্ধার, স্বর্ণ-রূপার হদিস নেই

কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রধান বাজারে অবস্থিত বাংলাদেশ জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে সংঘটিত দুঃসাহসিক ডাকাতির ঘটনায় উত্তাল স্থানীয় ব্যবসায়ী মহল। কোটি টাকার স্বর্ণ রূপা ও নগদ অর্থসহ লুট হওয়া লোহার সিন্দুকটি ঝিনাইদহ সদর উপজেলার বেজখালী বাজার সংলগ্ন একটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হয়নি ভেতরের মূল্যবান সামগ্রী।

খোকসা থানা সূত্র জানায়, শুক্রবার ভোর সাড়ে ৪টায় প্রাইভেটকারযোগে আসা একদল দুর্বৃত্ত বাজারের কেন্দ্রস্থলে বাংলাদেশ জুয়েলার্সের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মাত্র ১২ মিনিটে প্রায় ৪ মন ওজনের একটি লোহার সিন্দুক লুট করে তারা চম্পট দেয়।

দুপুরে দোকান খুলতে এসে মালিক মাসুম বিল্লা ঘটনাটি টের পান। পরে তিনি খোকসা থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, শনিবার সকালে ঝিনাইদহের বেজখালী বাজারের একটি ব্রিজের নিচে সিন্দুকটি ভাঙা ও খালি অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেতাই চন্ডীপুর ক্যাম্প পুলিশ সেটি উদ্ধার করে। পরে ভিডিও কলে সনাক্ত করে সেটি জব্দ করে খোকসা থানা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই তুষার রায়ান জানান, সিন্দুকটি ভাঙা এবং লুট হওয়া মালামাল নিখোঁজ। তদন্ত অব্যাহত রয়েছে।

স্বর্ণ ব্যবসায়ী মাসুম বিল্লা দাবি করেন, সিন্দুকে বিভিন্ন কাস্টমারের ৪৫-৫০ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি রূপা এবং ৩০ হাজার টাকা সংরক্ষিত ছিল। ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তিনি জানান।

বাজারের ব্যবসায়ীদের দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিলভার রঙের প্রাইভেটকার ঘটনাস্থলে এসে থামে। শাটার ভাঙার শব্দ, ফজরের আজান এবং পথচারীদের চলাফেরার মাঝেই ঘটানো হয় এই দুর্ধর্ষ চুরি।

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, থানা থেকে মাত্র কয়েক গজ দূরের বাজারে এমন ঘটনা উদ্বেগজনক। বাজারের ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

মুমু

×