ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ডেলিভারি বয়কে ভুল ঠিকানা দেওয়ায় গ্রাহককে মারধর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৪২, ২৪ মে ২০২৫

ডেলিভারি বয়কে ভুল ঠিকানা দেওয়ায় গ্রাহককে মারধর

ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর বাসবেশ্বরনগরে বুধবার একটি ঠিকানা বিভ্রাট-এর জেরে এক গ্রাহককে মারধর করার অভিযোগ উঠেছে জেপ্টো নামের একটি ডেলিভারি প্রতিষ্ঠানের কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই গ্রাহক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ৩০ বছর বয়সী ব্যবসায়ী শশাঙ্ক এস-এর বাড়িতে মুদি পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন ডেলিভারি কর্মী বিশ্ণুবর্ধন।

গ্রাহকের ভাবী পণ্যটি গ্রহণ করতে গেলে, ডেলিভারি কর্মী তাঁর সঙ্গে রুক্ষ ভাষায় কথা বলেন এবং ভুল ঠিকানা দেওয়ার অভিযোগ তোলেন। এরপর শশাঙ্ক এসে প্রতিবাদ করলে উত্তেজনা চরমে পৌঁছে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শশাঙ্ক এবং তাঁর ভাবী ডেলিভারি কর্মীর সঙ্গে কথোপকথন করছিলেন। হঠাৎ করে ডেলিভারি কর্মী উত্তেজিত হয়ে শশাঙ্ককে আক্রমণ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি শশাঙ্ককে ঘুষি মারেন ও গালাগাল করেন।

শশাঙ্কের ভাবী এবং আরেকজন নারী দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরবর্তীতে একটি ছবিতে শশাঙ্কের একটি চোখ ফুলে যেতে দেখা গেছে এবং রিপোর্ট অনুযায়ী তাঁর মাথার খুলি ভেঙে গেছে বলে জানা যায়।

জেপ্টো এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। পেশাদার আচরণ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।”

পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর অধীনে ইচ্ছাকৃতভাবে আঘাত করা, অপরাধমূলক ভয় দেখানো এবং অন্যান্য প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

শহীদ

×