
ছবি: সংগৃহীত
বার্সেলোনা পুরুষ দল যখন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে ইউরোপীয় সাফল্য থেকে বঞ্চিত হলো, তখন তাদের একটাই আশা ছিল—নারী দলের হাতে অন্তত উঠুক ইউরোপ শ্রেষ্ঠত্বের ট্রফি। কিন্তু সেই আশাতেও জল ঢেলে দিল লন্ডনের আর্সেনাল নারী দল।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে শনিবার রাতে বার্সা মেয়েরা ১-০ গোলে হেরে গেল আর্সেনালের কাছে। ফলে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্নভঙ্গ হলো তাদের। ৭৪ মিনিটে স্টিনা ব্ল্যাকস্টেনিয়াসের একমাত্র গোলেই ম্যাচের নিয়তি নির্ধারিত হয়ে যায়।
অথচ ম্যাচের শুরুতে মাঝমাঠে দখল ছিল বার্সারই। আইতানা বোনমাতি আর অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেয়াস চেষ্টা করেছেন খেলায় ছন্দ ফেরাতে, শটও নিয়েছেন বেশ কিছু। কিন্তু গোলমুখে সেসব প্রচেষ্টা ছিল নিস্প্রভ—আর্সেনালের রক্ষণে ধাক্কা দিতে পারেনি। পুরো ম্যাচেই যেন বার্সার মেয়েরা ছিল ছন্নছাড়া, ইউরোপীয় ফুটবলে গত তিন মৌসুমের দাপুটে বার্সা যেন হারিয়েই গিয়েছিল।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ যুগে প্রথমবার শিরোপা জিতল আর্সেনাল নারী দল। তবে নারী ক্লাব ফুটবলের পূর্ববর্তী কাঠামো, ‘উয়েফা উইমেন্স কাপ’ যুগে তারা একবার শিরোপা জিতেছিল ২০০৬-০৭ মৌসুমে। সেই ইতিহাস পুনরাবৃত্তি করেই এবার তারা ঘরে তুলল ইউরোপ শ্রেষ্ঠত্বের নতুন মুকুট।
বার্সা পুরুষ দলের কোচ হানসি ফ্লিক ফাইনালের আগে বলেছিলেন, ‘আশা করছি তারা (নারী দল) চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। আগামী মৌসুমে এটা আমাদেরও লক্ষ্য থাকবে।’ কিন্তু সেই শুভকামনা শেষ পর্যন্ত ফল দেয়নি। এবারও তাই ইউরোপের সিংহাসন বার্সেলোনার ট্রফি কেস থেকে অধরাই রয়ে গেল।
এসএফ