ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফেডারেল আদালতের রায়ে হার্ভার্ডের বড় জয়: বিদেশী শিক্ষার্থী ভর্তি অব্যাহত

প্রকাশিত: ২১:১৮, ২৪ মে ২০২৫; আপডেট: ২১:১৮, ২৪ মে ২০২৫

ফেডারেল আদালতের রায়ে হার্ভার্ডের বড় জয়: বিদেশী শিক্ষার্থী ভর্তি অব্যাহত

হার্ভার্ড ইউনিভার্সিটি ট্রাম্প প্রশাসনের বিদেশী শিক্ষার্থী ভর্তিতে আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করে সাময়িক জয় লাভ করেছে। মেসাচুসেটসের ইউএস ডিস্ট্রিক্ট জাজ অ্যালিসন বারস প্রশাসনের নিষেধাজ্ঞা অল্প সময়ের জন্য স্থগিত করেছেন। এই সিদ্ধান্তে হার্ভার্ডের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রায় একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখা হচ্ছে কারণ ট্রাম্প প্রশাসনের কঠোর নীতির কারণে বিশ্বখ্যাত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি কণ্ঠস্বর হারানোর মুখে পড়ছিল। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালন গারবার বলেন, “বিদেশী শিক্ষার্থীরা ছাড়া আমাদের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ম্লান হয়ে যেতে পারে।”

বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানের অধ্যাপক স্টিভেন পিঙ্কার বলেন, “আমেরিকার শীর্ষ বিজ্ঞানীদের এক তৃতীয়াংশই বিদেশী বংশোদ্ভূত, যারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদান রেখেছেন। বিদেশী শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করলে দেশ বড় ক্ষতির মুখে পড়বে।” পিঙ্কার নিজেও কানাডিয়ান বংশোদ্ভূত।

ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে হার্ভার্ডই প্রথম প্রতিবাদ উত্থাপন করেছিল। গত বৃহস্পতিবার ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টিনো বিদেশী শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞা জারি করেন এবং যেসব শিক্ষার্থী ইতোমধ্যেই সেখানে রয়েছেন তাদের অন্যত্র স্থানান্তরিত হতে বলা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।

বিদেশী শিক্ষার্থীরা তাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তার কথা প্রকাশ করেছেন। বর্তমানে হার্ভার্ডে মোট ৬৭৯৩ জন বিদেশী শিক্ষার্থী রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ২৭ শতাংশের বেশি।

বিশ্ববিদ্যালয়ের এই রায় ও ঘটনা আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হচ্ছে। এটি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জন্য আশার আলো, যদিও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সংশয় এখনও রয়ে গেছে।

সূত্র ঃ http://bit.ly/43SHtvJ

রাজু

×