ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ফটিকছড়িতে ৪০ বছরের পুরনো সেতু যেন এক মরণফাঁদ

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি

প্রকাশিত: ২৩:২০, ২৪ মে ২০২৫

ফটিকছড়িতে ৪০ বছরের পুরনো সেতু যেন এক মরণফাঁদ

ছবি: জনকণ্ঠ

 উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে লম্বাবিল-লট সুজানগর সড়কের হারুয়ালছড়ি খালের উপর নির্মিত বেইলি সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বেইলি সেতুর শিটগুলো মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ সেতু দিয়ে হালকা যানবাহন চলাচল করায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বিকল্প সড়ক না থাকায় ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন হারুয়ালছড়ির লট সুজানগর, ক্ষিতিং পাড়া, হাতীয়া কুম, বড়ধারী ও বদৈল্যারখীল একালার অন্তত ২০ হাজার মানুষ। ৪০ বছর আগে নির্মিত এ সেতু গত কয়েক বছর ধরে এভাবে পড়ে আছে। জনদুর্ভোগ লাঘবে বেইলি সেতুটি সংস্কারে দ্রুত উদ্যোগ নিবে সরকার এমন প্রত্যাশা  অত্র এলাকার বাসিন্দাদের ।

সাব্বির

×