
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৫ জনকে আটক করেছে বিজিবি।
বিজিবির নতুনপাড়া বিওপির সদস্যরা সীমান্তের ৬৭ নং পিলার এলাকা থেকে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ ৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আজ শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আটকের খবর জানিয়েছেন।
আটককৃতদের বাড়ি খুলনা বাটিয়াঘাটার বালিয়াডাঙ্গা ও নড়াইলের কালিয়ায়ার বিষ্ণুপুর গ্রামে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আসিফ