ঢাকা, বাংলাদেশ   রোববার ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের পানি আগ্রাসনের প্রতিক্রিয়ায় যে পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ২১:২৯, ২৪ মে ২০২৫; আপডেট: ২১:৩৬, ২৪ মে ২০২৫

ভারতের পানি আগ্রাসনের প্রতিক্রিয়ায় যে পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান

ইন্দাস পানি চুক্তি স্থগিত করার ভারতীয় সিদ্ধান্তের পর পাকিস্তান ঘোষণা দিয়েছে, তারা দ্রুততম সময়ের মধ্যে দেশের সব জলবিদ্যুৎ প্রকল্প সম্পন্ন করবে। শনিবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের ফেডারেল পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল বলেন, “ভারতের পানি আগ্রাসনের জবাবে আমরা ডায়ামার-ভাশা ড্যামসহ সকল হাইড্রো প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে শেষ করব।”

সম্প্রতি জম্মু-কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে নয়াদিল্লি। এ ঘটনার প্রেক্ষিতে ১৯৬০ সালের ঐতিহাসিক ইন্দাস পানি চুক্তি ‘স্থগিত’ রাখার সিদ্ধান্ত নেয় ভারত। যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে, তবে দুই দেশের মধ্যে এখনো পানি বিতরণ চুক্তি পুনরায় কার্যকর হয়নি।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল সাফ জানিয়ে দেন, “দেশের পানি নিরাপত্তার প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না। সব জলসম্পদ প্রকল্প দ্রুত সম্পন্ন করা হবে এবং বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখা হবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জানান, যেসব নদীর ওপর ভারতের অধিকার রয়েছে, সেখান থেকে পাকিস্তানে আর পানি যাবে না। এর জবাবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী কড়া ভাষায় বলেন, “এটা একেবারেই পাগলামি। প্রায় ২৪ কোটি মানুষের পানি বন্ধ করা বাস্তবিকভাবে অসম্ভব।”

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধু একজন উন্মাদ ব্যক্তি ভাবতে পারে যে ভারত পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে।”

আহসান ইকবাল আরও জানান, আসন্ন বাজেটে জলবিদ্যুৎ প্রকল্পগুলোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ রাখা হবে। বাজেট বিলম্বিত হওয়ার পেছনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর এবং ঈদের ছুটি প্রধান কারণ বলে তিনি জানান।

তিনি বলেন, “এবারের বাজেটে কোনো আন্তর্জাতিক চাপ, বিশেষ করে আইএমএফের কোনো শর্ত নেই। আমরা আমাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী দেশ পরিচালনা করছি।”

পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির কথাও জানান তিনি। পাশাপাশি তিনি ঘোষণা দেন, তরুণ প্রকৌশলীদের জন্য চালু করা হবে একটি বেতনভুক্ত ইন্টার্নশিপ প্রোগ্রাম।

ভারতের একতরফা পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পর চেনাব, ঝেলম ও ইন্দাস নদীর ওপর প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এর মধ্যে চেনাব নদী থেকে সম্প্রসারিত খালের মাধ্যমে পানি সরানোর পরিকল্পনাও রয়েছে, যেখানে প্রতি সেকেন্ডে ৪০ ঘনমিটারের পরিবর্তে ১৫০ ঘনমিটার পানি সরানো সম্ভব হবে।

তবে ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (CSIS) পানি নিরাপত্তা বিশ্লেষক ডেভিড মাইকেল বলেন, “ভারত যদি বড় ধরনের প্রকল্প বাস্তবায়ন করে, তাহলে তা শেষ হতে দীর্ঘ সময় লাগবে। তবে এর প্রভাব পাকিস্তানের জন্য বিপজ্জনক হতে পারে।”

প্রসঙ্গত, পাকিস্তানের কৃষি ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ এবং অধিকাংশ জলবিদ্যুৎ প্রকল্প ইন্দাস নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল। ভারতের এমন পদক্ষেপে পাকিস্তানে ভয়াবহ পানি সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


দুই পারমাণবিক শক্তিধর দেশের এই পানি দ্বন্দ্ব কেবল দুই দেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, বরং এটি ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার পরিবেশ, অর্থনীতি ও নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, কূটনৈতিকভাবে এ সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায়।

সায়মা

×